Message Corner
  •  M. A KARIM MILON

    M. A KARIM MILON

    CEO

Welcome to East Point School & College

সৃষ্টির আদিকাল থেকেই মানব মনের চিরায়ত বাসনা আপন জ্ঞানভান্ডারকে সমৃদ্ধ করা। এ ঐকান্তিক বাসনাই সুসংবদ্ধরূপ পরিগ্রহ করে শিক্ষা নামে অভিহিত হয়েছে। মানুষের সত্যিকার পরিচয় তার জ্ঞান ও চরিত্রের মাধ্যমে ফুটে উঠে।  আর তার জ্ঞানচর্চা ও চরিত্র গঠন প্রক্রিয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকাই মুখ্য। বরং মানুষের সুপ্ত প্রতিভা বিকাশের ক্ষেত্রে আসলে শিক্ষা প্রতিষ্ঠানের কোন বিকল্প নেই। আর এ ক্ষেত্রে সবার জন্যই স্কুল জীবন অতীব গুরুত্বপূর্ণ।
মেধাবী শিক্ষকগণের উচ্ছল উদ্দীপনায় সুশিক্ষার এক অপূর্ব পরিবেশ গড়ে তোলা হয়েছে। শিক্ষার্থীরা যাতে করে তাদের প্রতিভা বিকাশের উপযুক্ত ক্ষেত্র খুঁজে পায়। সাধারণ শিক্ষার পাশাপাশি ব্যক্তিগত জীবনে ধর্মীয় শিক্ষার অনুশাসন, মানবিক মূল্যবোধ ও কমপিউটার শিক্ষা কর্মসূচির বাস্তবায়নের মাধ্যমে বিজ্ঞান মনস্ক দৃষ্টিভঙ্গি অর্জনের মধ্য দিয়ে প্রকৃত শিক্ষা লাভের পথ নির্দেশ করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। 
বাংলা ভাষার যথাযথ অনুশীলনের পাশাপাশি ইংরেজি ভাষাকে দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়ে উচ্চ শিক্ষার ক্ষেত্রে ভাষাগত দূর্বলতা নির্মূল করার দ্বার উন্মুক্ত করবে আশা করি। সাথে সাথে চিত্রাঙ্কন, সাহিত্য চর্চা, সাংস্কৃতিক কর্মসূচী, খেলাধুলা, শিক্ষা সফর তাদের মেধা বিকাশে ইতিবাচক সুফল বয়ে আনবে।
আমরা আশা করি, অভিভাবক ও ছাত্র-ছাত্রীদের যুগোপযোগী চাহিদা মেটাতে এবং তাদের সুশিক্ষা লাভের সকল সুযোগ সম্প্রসারণ করতে সক্ষম হব ইন্শা-আল্লাহ। 

Read More
Why Should you Choose East Point School & College ?

আমাদের বৈশিষ্ট্যাবলী

১। সুদক্ষ, প্রশিক্ষণপ্রাপ্ত ও বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকমন্ডলীর সমন্বয়ে পরিচালিত

২। কোর্স প্ল্যান ও লেসন প্ল্যান এর আলোকে সুপরিকল্পিত শিক্ষাদান পদ্ধতি। 

৩। সৃজনশীল ও আধুনিক পদ্ধতিতে পাঠদান ও পাঠ আদায়ের ব্যবস্থা। 

৪। কম্পিউটারাইজড  পদ্ধতিতে লেকচার শিটের মাধ্যমে পাঠ দান।

৫। প্রাইভেট পড়ার বিকল্প হিসেবে রেমিডিয়াল ক্লাসের ব্যবস্থা।

৬। বিশেষ কাউন্সিলিং ও মোটিভেশনের মাধ্যমে পাঠে আগ্রহী করে তোলা।

৭। নিয়মিত পরীক্ষা কার্যক্রম (CT, MT, TE, SF & Mock Test) এর ব্যবস্থা।

৮। দুর্বল ও মেধাবী ছাত্র/ছাত্রীদের জন্য বিশেষ তত্ত্বাবধান।

৯। অমনোযোগী ছাত্র/ছাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থায় পাঠদান। 

১০। বাসার পরিবর্তে শেণিকক্ষে পাঠদান ও পাঠ আদায়ের ব্যবস্থা।

১১। শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সহপাঠ্যক্রমিক কর্মকান্ডে উদ্বোদ্ধকরণ।

 ১২। শিখন-শিক্ষণ পদ্ধতি প্রয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের সার্বিক বিকাশ নিশ্চিতকরণ।   

১৩। আদর্শ মানব গঠনে উন্নত নৈতিকতা, আচার-ব্যবহার ও ব্যক্তিত্বের বিকাশ সাধন। 

১৪। সুসজ্জিত ও স্বাস্থ্যসম্মত শ্রেণিকক্ষ, পাঠাগার, অত্যাধুনিক কম্পিউটার ল্যাব এবং মুভিক্লাসের ব্যবস্থা। 

১৫। যাতায়াতের জন্য স্কুল ভ্যান/পরিবহনের ব্যবস্থা। 

১৬। প্রযুক্তি নির্ভর সর্বাধুনিক জ্ঞান প্রদানের ব্যবস্থা। 

১৭। প্রতিষ্ঠানটি ‌‌‍স্কুল ম্যানেজমেন্ট সফটওয়ার দ্বারা পরিচালিত।

১৮। শিশুদের প্রাথমিক স্বাস্থ্যসেবার প্রতি বিশেষ গুরুত্বারোপ।   

১৯। সালাত ও মাসালা সহ বুনিয়াদি এবাদত প্রশিক্ষণ।

২০। Java IDE  এবং Auto Access এর মাধ্যমে শিক্ষার্থীদের Present, Absent ও Late Present নিশ্চিত করণ। 

Our Teachers
Latest Events
Latest News